ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

৮১৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালদ্বীপ

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৭ মার্চ ২০২৪   আপডেট: ১২:০৭, ৭ মার্চ ২০২৪
৮১৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালদ্বীপ

মালদ্বীপ সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসরত ৮১৭ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি।

ইমিগ্রেশন তাদের বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজুর ভিশনের অধীনে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাস করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।

ইমিগ্রেশন অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের খোঁজে বের করতে গত তিন মাসে ২২টিরও বেশি অভিযান চালানোর বিষয় নিশ্চিত করেছে মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর মধ্যে মালদ্বীপ পুলিশ সার্ভিসকে সাথে নিয়ে ১৫টি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে, অভিবাসন বিষয়ক কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহিদ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ৮১৭ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শাম্মানের মতে, মোট নির্বাসিত প্রবাসীদের মধ্যে ৫২৭ জনকে তারা চাইলে নতুন করে আবারও মালদ্বীপ কাজের ভিসায় প্রবেশ করতে পারবেন। এছাড়া ২৯০ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। তারা চাইলে আর মালদ্বীপ প্রবেশ করতে পারবে না।

বহিষ্কৃতদের মধ্যে বৈধ ভিসা ছাড়া বসবাসকারী প্রবাসী এবং ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

ইমিগ্রেশন ঘোষণা করেছে, ভবিষ্যতে আরও অবৈধ প্রবাসীদের খোঁজে বের করতে তারা একই ধরনের অভিযান পরিচালনা করবে।

/হাসান/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়