জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ইফতার মাহফিল
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সংগঠনটির উদ্যোগে কুয়েত সিটির এক রেস্তোরাঁয় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌস।
সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আলীম উদ্দিন, ফয়সল আহমদ,মিঠুন সেলিম, কাজী সফিক, প্রবাসী কমিউনিটি নেতা মাহফুজুর রহমান, আব্দুল হাই ভুইয়া প্রমুখ।
বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি আজাদ, সুরুক মিয়া, ফারুক আহমদ, শিহাব বখত, সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, প্রচার সম্পাদক আলাল আহমেদসহ অনেকে।
বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা লুতফুর রহমান লুদাই ও সহ-সভাপতি শিহাব বখতের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ময়নুল ইসলাম।
/হাসান/এসবি/