ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মালদ্বীপে নেপালিকে অপহরণ, ২ বাংলাদেশি আটক

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২৫ মে ২০২৪  
মালদ্বীপে নেপালিকে অপহরণ, ২ বাংলাদেশি আটক

মালদ্বীপের রাজধানী মালেতে এক নেপালিকে অপহরণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। 

শুক্রবার (২৪ মে) রাতে মালে শহরের একটি গেস্ট হাউস থেকে অপহৃত নেপালিকে উদ্ধার এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়। 

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেপালের এক নাগরিককে অপহরণ করে রাজধানী মালের মাফান্নু জেলার একটি গেস্ট হাউসে আটকে রাখা হয়েছিল। এ ঘটনায় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। 

মালেতে অপহরণ এবং ছিনতাই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায়ই এ ধরনের অভিযোগ পাওয়া যায়।

 

হাসান/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়