ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনতে চায় কুয়েত

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১৯ জুন ২০২৪  
হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনতে চায় কুয়েত

হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনার পরিকল্পনা করেছে কুয়েত সরকার। কুয়েতে প্রচলিত আবাসিক আইন লঙ্ঘন বন্ধ করা ও আইন সমানভাবে প্রয়োগের জন্য প্রচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল সফর করছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অভ্যন্তরীণমন্ত্রী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ জুন) হাওয়াল্লি অঞ্চল সফরকালে বেশকিছু অবৈধ স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেন তারা। 

হাউজিং আইন লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না, উল্লেখ করে মন্ত্রীরা বলেছেন, যারা সাধারণ শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা না করে নিজেদের আর্থিক লাভকে অগ্রাধিকার দেয়; তাদের প্রতি কোনো সহনশীল আচরণ করা হবে না। 

উল্লেখ্য, সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডে ৪৯ জন প্রবাসীর মৃত্যুর পর অভিযোগ ওঠে নিয়মবহির্ভূতভাবে অধিক সংখ্যক প্রবাসী বসবাস করছিলেন ওই ভবনে। এছাড়া, কুয়েতের অনেক ভবনে নির্দিষ্ট অংশের বাইরে অননুমোদিত অংশ নির্মাণের অভিযোগ রয়েছে।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়