কুয়েতে অগ্নিকাণ্ড: আটক ৮
কুয়েতের পাবলিক প্রসিকিউশন দেশটির মাঙ্গাফ এলাকায় ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন কুয়েতি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক এবং ৪ মিশরীয় নাগরিককে দুই সপ্তাহের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে গণহত্যা ও অসাবধানতার অভিযোগ আনা হয়েছে।
ইতোমধ্যে কুয়েতের জেনারেল ফায়ার ফোর্স দেশটির মাঙ্গাফের ওই ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে যে,ভবনটির দারোয়ানের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
উল্লেখ্য, গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসী মারা যান, আহত হন ৫০ জন।
নিহতদের মধ্যে ৪০ জন ছিলেন ভারতের নাগরিক।
/হাসান/এসবি/