ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কুয়েতে গৃহকর্মী ভিসা বেসরকারি খাতে পরিবর্তনের প্রস্তুতি প্রায় সম্পন্ন

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৩ জুলাই ২০২৪   আপডেট: ১৬:২৪, ৩ জুলাই ২০২৪
কুয়েতে গৃহকর্মী ভিসা বেসরকারি খাতে পরিবর্তনের প্রস্তুতি প্রায় সম্পন্ন

কুয়েতের ২০ নাম্বার ভিসা বা ‘খাদেম-গৃহকর্মী’ ভিসা ১৮ নাম্বার ভিসা বা ‘শন-বেসরকারি খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস কুয়েতের জনশক্তি পাবলিক অথরিটির বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে। 

সংবাদে আরো উল্লেখ করা হয়, স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে কুয়েতের ২০ নাম্বার ‘গৃহকর্মী’ ভিসা- ১৮ নাম্বার বেসরকারি খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এ বিষয়ে নতুন আইন জারি করা হবে বলে আশা করা হচ্ছে। 

নতুন আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে অবশ্যই গৃহকর্মী ভিসাধারীদের ন্যূনতম এক বছর স্পন্সরের সঙ্গে কাজ করতে হবে। 

নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলে বেসরকারি খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা। 

উল্লেখ্য, গত সপ্তাহে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছিল। বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান নীতি’ নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, গৃহকর্মীদের ২০ নাম্বার ভিসা বেসরকারি খাতে কাজ করার জন্য ১৮ নাম্বার ভিসায় পরিবর্তনে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

হাসান/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়