ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুয়েতে ফ্যামিলি ভিসা পেতে লাগবে না ডিগ্রি সনদ

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৪০, ১৭ জুলাই ২০২৪
কুয়েতে ফ্যামিলি ভিসা পেতে লাগবে না ডিগ্রি সনদ

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস-এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও ১৪ বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। 

এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ এর নির্দেশ অনুসারে নতুন নিয়মে পারিবারিক ভিসার আবেদনগুলো গ্রহণ শুরু করার জন্য বিভিন্ন গভর্নরেটের আবাসিক বিষয়ক বিভাগগুলোকে জানানো হয়েছে।   

পূর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই ৮০০ কুয়েতি দিনার দেখাতে হবে। 

কুয়েতে অনেক প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদের বেতন ৮০০ কুয়েতি দিনার দেখানোর সক্ষমতা থাকলেও ডিগ্রি সনদ ছিল না। এবার ফ্যামিলি ভিসা পাওয়া যাবে ডিগ্রি সনদ ছাড়াই শুনে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়