ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৫ জুলাই ২০২৪  
মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে

মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলি ইহসান বুধবার (২৪ জুলাই) বলেছেন, যারা বাংলাদেশের কোটা আন্দোলন ইস্যুতে মালদ্বীপে বিক্ষোভ করেছেন, তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা গত শুক্রবার (১৯ জুলাই) বিক্ষোভ করেন। 

স্থানীয় গণমাধ্যম মিহারুর প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলি ইহসান বলেছেন, থীনাধুতে বিক্ষোভের সঙ্গে জড়িত বাংলাদেশিদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিদেশিরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না। এটা ভিসা আইনের লঙ্ঘন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করার ঘটনায় দায়ের করা মামলায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত। তাদের মধ্যে ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়