ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য মালদ্বীপে দোয়া মাহফিল

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ২১:৪৬, ১০ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য মালদ্বীপে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদসহ সব শহিদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মালদ্বীপে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানী মালের একটি রেস্টুরেন্টে মালদ্বীপ বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান। 

অনুষ্ঠানে মো. খলিলুর রহমান বলেন, শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উদ্ধারের লড়াইকে পূর্ণতা দিয়েছে বাংলাদেশের ছাত্র-জনতা।  

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, সহ-দপ্তর সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. মামুন, সহ-ক্রীড়া সম্পাদক সুফি আহমেদ, মনির হোসেন, খায়রুল আমিন, করিম রানা, মো. মামুন, মো. পিয়াসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়