বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে মালদ্বীপের সংবাদকর্মীদের অনুদান
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম
বাংলাদেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মালদ্বীপের সংবাদকর্মীরা। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বন্যার্তদের সহায়তার জন্য নগদ অর্থ এনবিএল মানি ট্রান্সফার লিমিটেড মালদ্বীপ শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে।
সংবাদকর্মী আবদুল্লাহ কাদের ও মনিরুজ্জামান মনির আর্থিক অনুদানের ট্রান্সফার স্লিপ তুলে দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজের হাতে। এ সময় উপস্থিত ছিলেন সংবাদকর্মী মো. এমরান হোসেন তালুকদার, মো. ওমর ফারুক খোন্দকার, রবিউল আলম প্রমুখ।
আর্থিক অনুদানের স্লিপ গ্রহণ করে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য মালদ্বীপের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন মো. সোহেল পারভেজ। একইসঙ্গে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে মালদ্বীপ প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মো. সোহেল পারভেজ বলেছেন, দেশ গঠনের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা নতুন প্রজন্মকে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারব।
হাসান/রফিক