ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

দুবাইতে বাংলাদেশ কনসাল জেনারেলের ‘লেটার অব কমিশন’ পেশ

মুহাম্মদ শাহ জাহান, ইউএই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ অক্টোবর ২০২৪  
দুবাইতে বাংলাদেশ কনসাল জেনারেলের ‘লেটার অব কমিশন’ পেশ

দুবাই ও উত্তর আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন। এর পর তারা সৌজন্য বৈঠকে মিলিত হন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অবস্থান এবং চাকরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া, আগামী দিনে দুবাই ও উত্তর আমিরাতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরির জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়