আরব আমিরাতে বাংলাদেশির মৃত্যু
মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম
সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে মোহাম্মদ আবদুল কাইয়ুম নামে এক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের বখতিয়ার ফকির বাড়ির স্থায়ী বাসিন্দা।
দুই ছেলে ও এক মেয়ের জনক এই রেমিট্যান্স যোদ্ধা দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন।
বিষয়টি জানিয়েছেন আবদুল কাইয়ুমের ভাগিনা মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, মামা ২৪ তারিখ এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে যান। পরের দিন দুপুরে বাড়ি থেকে পাঠানো খাবারের দাওয়াত প্রদান করেন। ঐদিন মামা দুবাইয়ে গাড়ি নিয়ে যাওয়ার মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাড়িতে থাকা অন্যানরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার দুপুরে মারা যান।
/এসবি/