ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

সাউথ কোরিয়ায় শিল্পী রানিয়া আলমের একক চিত্র প্রদর্শনী

প্রবাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৩১ অক্টোবর ২০২৪  
সাউথ কোরিয়ায় শিল্পী রানিয়া আলমের একক চিত্র প্রদর্শনী

‌চিত্রশিল্পী রানিয়া আলমের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘এক্সপ্রেশন অফ লাইফ’ আগামী ১ নভেম্বর সাউথ কোরিয়ার উমা মিউজিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে বিষয়বস্তু হিসেবে নিসর্গীয় প্রকৃতি, প্রতিকৃতি, পারিপার্শ্বিক জীবন ও অবয়বনির্ভর বিমূর্ততা বিশেষভাবে প্রকাশ পাবে। যা ‌আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

‌চিত্রশিল্পী রানিয়া সাউথ কোরিয়া রেসিডেন্সিসহ স্কলারশিপ গ্রহণ করেন। উমা মিউজিয়ামে ঢংসাং-রো, ঢংসাং-মোয়েন, ওয়ানজু-গান, জিয়ুনবুক স্টেইটের তত্ত্বাবধানে তার এটি দ্বিতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

শিল্পী রানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ছাপচিত্র বিভাগে ২০০৭ সালে মাস্টার্স অফ ফাইন আর্টস সমাপ্ত করেন।

প্রদর্শনী দেখতে ক্লিক করুন 

সনি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়