ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে কাজ করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:০৮, ৬ নভেম্বর ২০২৪
প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে কাজ করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে কুয়েতে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ নভেম্বর) হোটেল শেরাটনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতারা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে কাজ করবে সরকার।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের আর্থিক সহায়তার ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিসগুলোতে প্রবাসীদের পরিবারকে হয়রানির কথা তুলে ধরেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতারা। 

এছাড়াও প্রবাসীদের রেমিট্যান্স সার্টিফিকেট দিতে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের গড়িমসি, বাংলাদেশের ভিসার জন্য লামানা প্রথা, ভিসার মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট চিহ্নিত করে এদের দমন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রেসিডেন্সধারী প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবের মাল্টিভিসা খুলে দেওয়া, হুন্ডি বন্ধসহ কুয়েত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা পররাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন সাংবাদিকরা। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেও অনুরোধ করেন তারা। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মনযোগ সহকারে প্রবাসীদের সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন। কুয়েত সফর নিয়েও কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক হেবজু এবং দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়