ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

মন্ট্রিল থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৮ নভেম্বর ২০২৪  
মন্ট্রিল থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি

কানাডার মন্ট্রিলে বসবাসরত বাংলাদেশিরা সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) মন্ট্রিল শহরের একটি প্রার্থণাগারের হলরুমে বাংলাদেশ দূতাবাসের নাগরিক সেবা কার্যক্রম শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিল ও আশপাশের এলাকায় প্রায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী বাস করেন। তবে মন্ট্রিল থেকে সরাসরি বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই। বাংলাদেশে যেতে হলে ৬০০ কিলোমিটার দূরের টরন্টো শহরে গিয়ে বিমানে উঠতে হয়। এতে যাত্রীদের সময় ও অর্থ নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হয়।

বক্তারা উল্লেখ করেন, ভোগান্তি এড়াতে মন্ট্রিল প্রবাসীরা অন্য দেশের বিমানে যাতায়াত করেন, যা বাংলাদেশ বিমানের রাজস্ব আয় হ্রাস করে। তাই সরাসরি ফ্লাইট চালু হলে এই সমস্যা দূর হওয়ার পাশাপাশি বাংলাদেশ বিমানও আর্থিকভাবে লাভবান হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, কানাডায় বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার কাজী রাসেল পারভেজ, কানাডা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম হাওলাদার ফারুক, বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি নওশাদুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তারা।  

ফয়সল আহমেদ চৌধুরী বলেন, ‘মন্ট্রিল থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু করা মন্ট্রিলবাসীদের দীর্ঘদিনের দাবি। এটি কার্যকর হলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং বাংলাদেশ বিমান রাজস্ব বাড়াতে পারবে।’  

সংবাদ সম্মেলনে কানাডার বিভিন্নস্থানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। তারা সবাই মন্ট্রিল থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়ে একমত পোষণ করেন।

ঢাকা/হাসান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়