ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২২ নভেম্বর ২০২৪  
কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বৃহস্পতিবার কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) টু কুয়েত। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে যথাযথ ভাবগাম্ভীর্য ও  উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে এ দিবস উদযাপন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে বিএমসি টু কুয়েতের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন স্বাগত বক্তব্যে কুয়েতে বিএমসির গৌরবময় অতীত ইতিহাস এবং বাংলাদেশি সৈন্যদের অবদানের কথা তুলে ধরেন। 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে কুয়েতের বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের ওপর আলোকপাত করেন।  

১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং ১৯৯১ সালে শুরু হওয়ার পর থেকে কুয়েতে বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের অপারেশনাল কার্যক্রমের ওপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিএমসি ম্যাগাজিন-২০২৪ উন্মোচন করা হয়। 

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ধরি ফালেহ আল হাজেরি, কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়