ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

যশোরে ছেলের ওপর হামলার বিচার চেয়ে কুয়েতে প্রবাসীর সংবাদ সম্মেলন

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৭, ৭ ডিসেম্বর ২০২৪
যশোরে ছেলের ওপর হামলার বিচার চেয়ে কুয়েতে প্রবাসীর সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার কুয়েতে এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন প্রবাসী ব্যবসায়ী মো. ফজলুল করিম টুটুল

যশোরে মো. মেহেদি হাসান রাজা নামের এক ব্যবসায়ীর ওপর হামলার বিচার চেয়ে কুয়েতে সংবাদ সম্মেলন করেছেন তার প্রবাসী বাবা মো. ফজলুল করিম টুটুল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুয়েতের সালমিয়া এলাকার এক রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

ফজলুল করিম টুটুল সংবাদ সম্মেলনে বলেছেন, “যশোরে স্থানীয় কিছু সন্ত্রাসী আমার ব্যবসায়ী ছেলে মো. মেহেদি হাসান রাজার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আমার ছেলেকে তারা আঘাত করে মারাত্মকভাবে আহত করে।”

মেহেদি হাসান রাজার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে, উল্লেখ করে তার বাবা ফজলুল করিম টুটুল বলেন, “ছেলেকে মারধর করায় যেখানে আমার মামলা করার কথা, সেখানে উল্টো আমার ছেলের বিরুদ্ধে মামলা করেছে তারা।”

তিনি বলেন, “আমার ছেলের ওপর চরম অবিচার করা হয়েছে। আমি বিভিন্ন স্থানে এর বিচার চেয়েও পাইনি।”

ওই মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ফজলুল করিম টুটুল।

মেহেদি হাসান রাজার ওপর হামলার বিচারের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন ফজলুল করিম টুটুল। আবেদনের অনুলিপি যশোরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি।

যশোরের বাসিন্দা ফজলুল করিম টুটুল প্রায় ৩৬ বছর ধরে কুয়েতে আছেন। সেখানে প্রবাসী ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিতি আছে তার।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়