ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুয়েতে নবজাগরণের বিপক্ষে ইয়াং ষ্টারের জয় 

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৮ ডিসেম্বর ২০২৪  
কুয়েতে নবজাগরণের বিপক্ষে ইয়াং ষ্টারের জয় 

বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় কুয়েতে ‘ফেডারেশন ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল’ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) কুয়েতের সুররা স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাব কুয়েত ও সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত। শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় জয় পায় ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাব কুয়েত।

ফাইনাল খেলায় দুই দলই ছিল সমানে সমান। নির্ধারিত ৯০ মিনিট খেলা শেষে নবজাগরণ ও ইয়াং ষ্টার এর মধ্যকার ফাইনাল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময়ে ট্রাইবেকারে ১ গোলে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় ইয়াং ষ্টার স্পোর্টিং ক্লাব কুয়েত।

বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

আরও উপস্থিত কুয়েত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক আব্দুল আজিজ আল আসাউসি,আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাসের উদ্দিন হাওলাদার প্রমুখ। 

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়