লেবাননের জনগণের জন্য কুয়েত প্রবাসীদের অনুদান
আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম
কুয়েত সরকারের ‘কুয়েত আপনার নিরাপত্তা চায়’ স্লোগানের সঙ্গে সংহতি প্রকাশ করে যুদ্ধবিধ্বস্ত লেবাননের জনগণের জন্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী অনুদান ক্যাম্পেইনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ওই ক্যাম্পেইনে অংশ নিয়ে সাধ্যমতো অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, দূতাবাস অনুদান হিসেবে কোনো নগদ অর্থ নেবে না। ৫, ৬ ও ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দূতাবাসের অভ্যর্থনা এলাকায় ১ নম্বর ভবনের নিচতলায় শুধু ডিসপোজেবল সিরিঞ্জ, মাস্ক, ব্যান্ডেজ, গজ, বেবি মিল্ক পাউডার (এক মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য), বেবি ডায়াপার (এক মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য), শিশুদের জন্য ফিডার অনুদান হিসেবে নেওয়া হবে। এসব অনুদান ৮ ডিসেম্বর কুয়েতে অবস্থিত লেবানন দূতাবাসে হস্তান্তর করা হবে।
দূতাবাসের আহ্বানে সাড়া দিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুদান দিতে এগিয়ে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জনতা গ্রুপ কোম্পানি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত, বাংলাদেশ কমিউনিটি কুয়েত, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত প্রভৃতি।
বন্ধুপ্রতীম লেবাননের চরম দুঃসময়ে সহযোগিতা করায় দূতাবাসের প্রশংসা করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। যারা অনুদান দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানান তারা।
বাংলাদেশ দূতাবাস মনে করে, এই উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে বন্ধুপ্রতীম দেশ লেবাননের জনগণের দুর্দশা লাঘবে কিছুটা হলেও ভূমিকা রাখতে সক্ষম হবে।
ঢাকা/হাসান/রফিক