ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১২ ডিসেম্বর ২০২৪  
বিজয়ের মাস উপলক্ষে আমিরাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবছর শীত এলেই আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন ব্যাডমিন্টন খেলায়। প্রবাসীরা ব্যস্ততার মাঝেও শরীর চর্চা ও মানসিক প্রশান্তির উদ্দেশ্যে এ খেলাটি খেলেন। র‍্যাকেটে বাড়ি খেয়ে শাটল কর্কের ছুটে যাওয়ার শব্দে মুখরিত হয় চারপাশ ও আনন্দিত হোন দর্শক ৷ খেলাকে ঘিরে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় টান টান উত্তেজনা। স্ম্যাশ, নো..সার্ভিস, লস্ট, সাইড চেঞ্জ, গেম বল, কোর্ট থেকে ভেসে আসে চিৎকার। তৈরি হয় এক অন্যরকম মুহূর্ত।

সেই ধারাবাহিকতায় মহান বিজয়ের মাস উপলক্ষে আমিরাতের আজমানে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয় ৯ম আসর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও আফতাব এবং জাহাঙ্গীর আলম রুপুর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। 

বিশেষ অতিথি ছিলেন, প্রথম সচিব প্রেস আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেইন, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ, ইব্রাহিম আফলাতুন সিআইপি, ইয়াকুব সুনিক , মোস্তফা মাহমুদ, মোরশেদুল ইসলাম সিআইপি , মুহাম্মদ শাহাদাত হোসেন, হাজি আব্দুর রব, আহমদ নূর সিআইপি, ইঞ্জিনিয়ার করিমুল হক, এনামুল হক, শেখ হুসাইন ,সালেহ আহমদ সিআইপি, শেখ সেলিম প্রমুখ। 

ব্যাডমিন্টন টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। 

টুর্নামেন্ট সার্বিক সহযোগিতায় ছিলেন-বিবিজির  নাহিদুজ্জামান নাছির, মানিক, জাবেদ, মাছুম, সুমন, জামসেদ, ফিরোজ, নুর ও ফারুক।

উক্ত খেলায় লেভেল-এ চ্যাম্পিয়ন তুহিন সৌরভ জুটি ও রানার্সআপ শুভ-তানিম জুটি। বি লেভেলে চ্যাম্পিয়ন ইয়াসিন-হানিফ জুটি ও রানার্সআপ নূর-নাসির জুটি। সি লেভেলে চ্যাম্পিয়ন ইসমাইল-মনির জুটি ও রানার্সআপ জাহাঙ্গীর-মঞ্জু জুটি৷ 

খেলা দেখতে আসা উৎসুক প্রবাসী দর্শকেরা প্রতিবছর এমন আয়োজনে মুগ্ধ হন।

ঢাকা/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়