ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

আগরতলা হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবিতে লন্ডনে সমাবেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১২ ডিসেম্বর ২০২৪  
আগরতলা হাইকমিশনে হামলাকারীদের শাস্তির দাবিতে লন্ডনে সমাবেশ

সম্প্রতি ভারতের আগরতলা বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে লন্ডনে সমাবেশ হয়েছে।

লন্ডনস্থ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মানবাধিকার বিষয়ক সংগঠন ‘আমি বাংলাদেশ' এর আয়োজনে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা হামলার নিন্দা জানিয়ে এই সমাবেশের আয়োজন করে। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) লন্ডন স্থানীয় সময় দুপুরে লন্ডনস্থ ইন্ডিয়া হাউস, অ্যাল্ডউইচে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ সময় সগঠনটির নেতারা ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিষয়ক অপতথ্য সম্প্রচারের বিষয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি এ হামলাকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় গৌরবের ওপর সরাসরি আঘাত বলেও উল্লেখ করেন।

আরো পড়ুন:

প্রতিবাদ সমাবেশে দীর্ঘদিন ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের নির্বিচারে হত্যা, কাঁটাতারে ফেলানীর নির্মম মৃত্যু এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়াসহ তাদের ৭ দফা দাবি পেশ করা হয়।

সমাবেশে সংগঠনটির প্রধান আহ্বায়ক ব্যারিস্টার শরীফ হায়দার মৃদুল তার বক্তব্যে বলেন, ‘‘ভারতের সরকারের উচিত আগরতলা বাংলাদেশ হাইকমিশন অফিস হামলার সুষ্ঠু তদন্ত করা। পাশাপাশি কেন হামলার সময় পুলিশ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা নীরব ভূমিকা পালন করেন সেটিও খতিয়ে দেখা উচিত।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা প্রতিবেশীদের কাছে সম্মানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে শান্তির বার্তা নিয়ে সহবস্থানে বিশ্বাসী।’’

বাংলাদেশ থেকে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হামজা মাহবুব টেলি কনফারেন্সে যোগ দেন। তিনি প্ৰবাসী বাংলাদেশিদের জুলাই বিপ্লব থেকে শুরু করে যেকোনো জাতীয় সংকটে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

সংগঠনটির নেতারা তাদের ৭ দফা দাবি তুলে ধরে বাংলাদেশের হিন্দু-মুসলিম সব জনগণকে নিজেদের সার্বভৌমত্বের প্রতি সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়