কুয়েতে সিলেট সিক্সার্স এর খেলোয়াড়কে সম্মাননা
আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম
কুয়েতে সিলেট সিক্সার্স ক্রিকেট দলের খেলোয়াড় এস.এম ইমনকে স্বদেশে ফেরা উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) কুয়েতের ফারওয়ানিয়া এলাকার জাবাল আল-নুর রেস্টুরেন্টে সিলেট সিক্সার্স ক্রিকেট এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ. হ. জুবেদ।
সাধারণ সম্পাদক তারমিম আলম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ-সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন।
এছাড়াও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রবাসে শত কর্মব্যস্ততার ফাঁকে খেলাধুলা করছেন প্রবাসী তরুণরা উল্লেখ করে বক্তারা বলেন, “খেলাধুলা সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।”
ঢাকা/টিপু