ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৫  
মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

জাবেদ শাহিন চৌধুরী

মালদ্বীপের রাজধানী মালেতে মোটরসাইকেল দুর্ঘটনায় জাবেদ শাহিন চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৯ মিনিটের দিকে মালের সিনামালে সেতু মহাসড়কে দুর্ঘটনায় আহত হন জাবেদ। তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৯টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

মালদ্বীপ পুলিশ জানিয়েছে, সিনামালে সেতু মহাসড়কে মালে অভিমুখী লেনে রাখা একটি ট্রাফিক শঙ্কুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। মহাসড়কের পাশে সৌর প্যানেলের কাজ চলছে, তা বোঝাতে শঙ্কু স্থাপন করা হয়েছিল। এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হবে।

ঢাকা/হাসান/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়