নৌবাহিনী প্রধান-মালদ্বীপ হাইকমিশনার সাক্ষাৎ
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ || রাইজিংবিডি.কম

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার শিউনীন রশিদ বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত অগ্রগতি ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করেন।
অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপে তার পূর্ববর্তী দায়িত্ব পালনের সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জিং সময়ে মালদ্বীপ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎটি উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।
ঢাকা/হাসান/সাইফ