ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে বাংলা নববর্ষ উদযাপন

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৯ এপ্রিল ২০২৫  
মালদ্বীপে বাংলা নববর্ষ উদযাপন

মালদ্বীপে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক, স্থানীয় অতিথি এবং বিভিন্ন দেশের প্রতিনিধি এ আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। অতিথিরা বাঙালি পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানকে আরো রঙিন করে তোলেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের অনুষ্ঠান প্রবাসে আমাদের পরিচিতি ও বন্ধুত্বের পরিসরকে আরো বিস্তৃত করে।”

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে হাইকমিশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন হাইকমিশনার।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়