ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সফল কৃষক পাবেন এআইপি পুরস্কার

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সফল কৃষক পাবেন এআইপি পুরস্কার

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সফল কৃষককে সিআইপির মতো এআইপি পুরস্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সয় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, সফল কৃষক ও ভালো উৎপাদনকারীকে সিআইপির মতো এআইপি পুরস্কার প্রদানের প্রস্তাব কেবিনেটে অনুমোদিত হয়েছে। এআইপি অ্যাওয়ার্ডপ্রাপ্তরা সিআইপির মতো সুযোগ-সুবিধা পাবেন। অ্যাওয়ার্ডের জন্য খুব শিগগিরই সফল কৃষক ও ভাল উৎপাদনকারীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হবে।

এ সময় দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ এবং ডেইরি  নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

কসোভোর রাষ্ট্রদূত গুনার কৃষির ওপর পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে শীতকালীন শাকসবজি আমদানির আগ্রহ প্রকাশ করেন।

 

ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ