ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৯, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জের কামারখন্দে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় বাজারে ভুট্টার ভালো দাম, আবার চাহিদাও ব্যাপক। তাই হাসি ফুটেছে এখানের ভুট্টা চাষিদের মুখে।

করোনার কারণে অঘোষিত লকডাউন পরিস্থিতিতেও থেমে নেই ভুট্টা চাষিরা। ভুট্টা কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

অন্য ফসলের চেয়ে ভুট্টা চাষ লাভজনক হওয়ার কারণে ভুট্টা চাষে ঝুঁকেছেন এ উপজেলার কৃষক। চলতি মৌসুমে এ উপজেলায় ১০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

আলাপ কালে কামারখন্দের অনেক কৃষকই জানালেন, ধান চাষের চেয়ে ভুট্টা চাষ অধিক লাভজনক। তাদের মতে, ধান চাষে একদিকে যেমন খরচ বেশি অন্যদিকে ফলন কম হয়ে থাকে। কিন্তু ভুট্টা চাষে ফলন বেশি হয়। তাছাড়া ভুট্টা মানুষের জন্য যেমন পুষ্টির, তেমনি এটি মাছ ও পোল্ট্রির খাবারসহ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আবার

অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার রোগবালাই প্রতিরোধ ক্ষমতাও বেশি। এসব কারণে এখানে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের।
 


কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের ভুট্টা চাষি বেল্লাল হোসেন জানান, তিনি উপজেলা কৃষি অফিস থেকে ভুট্টার বীজ, সারসহ প্রয়োজনীয় পরামর্শ নিয়ে ৫ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। তার ধারণা, প্রতি বিঘায় প্রায় ২০ মণ করে ভুট্টার ফলন হবে। তাতে ৫ বিঘা জমিতে তিনি শত মণ ভুট্টা পাবেন।

তিনি জানান, ৫ বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে সব খরচ বাদ দিয়ে ৯০ থেকে প্রায় ১ লক্ষ টাকা লাভ হবে বলে আশা করছেন বেল্লাল হোসেন।

এ ব্যাপারে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, চলতি মৌসুমে ১০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তিনি বলেন, ‘এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আশা করছি, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে উলজেলার কৃষকেরা ভুট্টা বিক্রি করে লাভবান হবেন। আগামী মৌসুমে কৃষকেরা আরো বেশি ভুট্টা চাষ করবেন।'

তিনি বলেন, ‘কৃষকদের প্রশিক্ষণ, সার, বীজ, কৃষির প্রয়োজনীয় যন্ত্রাংশসহ সার্বিকভাবে পাশে থেকে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।'

 

অদিত্য রাসেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়