ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কায়সার হামিদের স্মৃতিতে ৩৪ বছর আগের সল্টলেকের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কায়সার হামিদের স্মৃতিতে ৩৪ বছর আগের সল্টলেকের ম্যাচ

বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র কায়সার হামিদ। যিনি আশি ও নব্বই এর দশকে ঢাকার মাঠ মাতিয়েছেন। মাতিয়েছেন কলকাতার মাঠও। জাতীয় দলে খেলেছেন ১৯৮৪ সাল থেকে। অধিনায়কও ছিলেন এক সময়। ১৯৮৬ বিশ্বকাপের বাছাইপর্বের (বাছাইপর্ব ১৯৮৫ সালে হয়েছিল) অধিকাংশ ম্যাচের একাদশে ছিলেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ঘরের মাঠে গোলও করেছিলেন। অবশ্য ভারতের বিপক্ষে ঘরের মাঠের একাদশে ছিলেন না। তবে কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে সেরা একাদশে ছিলেন। যদিও গোল পাননি। 

৩৪ বছর পর বাংলাদেশ আবার ভারতের সঙ্গে কলকাতার সল্টলেক তথা বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে খেলতে গিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে জামাল-মামুনুলরা। এমন সময়ে ১৯৮৫ সালে সল্টলেকে খেলা ম্যাচের স্মৃতিচারণ করেছেন কায়সার হামিদ। বাংলাদেশ কিভাবে খেললে ইতিবাচক ফল আসতে পারে সেটার দিক-নির্দেশনা দিয়েছেন। মন্তব্য করেছেন কাতারের বিপক্ষে বৃহস্পতিবার হওয়া ম্যাচ নিয়েও।

৩৪ বছর আগের স্মৃতিচারণ করে কায়সার হামিদ রাইজিংবিডিকে বলেন, ‘আমি তিনটা বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছি। ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪। ৯৪ সালে আমি অধিনায়ক ছিলাম। ১৯৮৬ বিশ্বকাপের বাছাইপর্ব হয়েছিল ১৯৮৫ সালে। ১৯৮৪ সালে জাতীয় দলের হয়ে আমার অভিষেক হয়েছিল। ওই বাছাইপর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে আমি একটি গোলও করেছিলাম। চুন্নু ভাই একটি গোল করেছিলেন। তাতে ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিলাম। ভারতের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে খেলা হয়নি। তবে সল্টলেকে একাদশে ছিলাম। আমরা ভালোই খেলেছিলাম ভারতের বিপক্ষে। আশীষ দাদার গোলে প্রথমে এগিয়েও গিয়েছিলাম। পরবর্তীতে ভারত দুটি গোল পায় এবং আমরা হেরে যাই। অবশ্য পরবর্তীতে আমি কলকাতা মোহামেডানের হয়ে খেলেছিলাম।’

৩৪ বছর পর বাংলাদেশ আবার সল্টলেকে খেলতে গেল। বাংলাদেশ কেমন করবে বলে মনে হচ্ছে, ‘ভারত অবশ্যই ভালো দল। ফুটবলে তারা অনেক জোর দিয়েছে। আমরা তো আপ্রাণ চেষ্টা করব। আমাদের ডিফেন্স, গোলরক্ষক ও স্ট্রাইকিং লাইনটার আরেকটু সতর্ক খেলতে হবে, আরেকটু ভালো খেলতে হবে। আমরা গোল দিতে পারি, না পারি, গোল যাতে না খাই। ভারতের মাঠে খেলা। আমরা আন্ডারডগ হিসেবেই খেলব। র‌্যাঙ্কিং থেকে শুরু করে সব দিক দিয়েই ভারত এগিয়ে। প্রথমেই জেতার আশা করলে হবে না। আগে নিজের ঘর গুছিয়ে খেলতে হবে।’

কাতারের বিপক্ষের ম্যাচের মূল্যায়ন করে বলেছেন, ‘কাতারের বিপক্ষে বাংলাদেশ ভালোই খেলেছে। কিন্তু ওদের কিছু স্পেস দিয়ে ফেলছে। দুইটা গোল হয়েছে। নাও হতে পারত। ডিফেন্স ও গোলরক্ষক আরেকটু সতর্ক থাকলে গোল দুটি হতো না। ড্র একটি ভালো ফল হতে পারত।’

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়