প্রবাস

মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার 

রহমত, মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে মুসলিম বিশ্বের মাঝে কড়া নাড়ছেন পবিত্র মাহে রমজান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। 

পবিত্র রমজান মাস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকসহ আমিরাতের সব বিভাগের শাসকরা সে দেশে বসবাসরত সব নাগরিক ও বিশ্ব মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানান। 

মাহে রমজানকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। প্রতিটি পাবলিক প্লেসে তৈরি করা হয়েছে অস্থায়ী ইফতার ক্যাম্প। প্রত্যেক সড়কে নতুন সাজে সজ্জিত ম্যাজিক বাতি রমজানের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে।