প্রবাস

আড্ডুর বিভিন্ন দ্বীপের প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলো হাইকমিশন

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ৬-৯ ডিসেম্বর পর্যন্ত দেশটির অতি প্রাচীন আড্ডু এটোল পরিদর্শন করেছে। প্রতিনিধিদল আড্ডুর বিভিন্ন দ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিয়েছেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনেছেন, তাৎক্ষণিক কিছু সমাধান দিয়েছেন। এ ছাড়া, বিভিন্ন কর্মস্থলও পরিদর্শন করেছেন তারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মিশনের কাউন্সেলর (শ্রম) ও হেড অব চেন্সারী মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। 

সফরকালে স্থানীয় শরাফুদ্দিন স্কুল মিলনায়তনে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় হাইকমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় হাইকমিশনার সবাইকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণসহ স্থানীয় আইনকানুন মেনে চলার অনুরোধ করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার সবসময়ই রেমিট্যান্সযোদ্ধাদের যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে আন্তরিক।

তিনি সব প্রবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। 

তৃতীয় সচিব চন্দন কুমার সাহা এমআরপি ও ই-পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি প্রদান করেন। কাউন্সেলর মো. সোহেল পারভেজ তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইনকানুন মেনে কাজ করার আহ্বান জানান। প্রবাসী কর্মীদের সরকার কর্তৃক চালুকৃত সর্বজনীন পেনশন স্কিমে (প্রবাস) রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় সর্বজনীন পেনশন স্কিম, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

সফরকালে আড্ডু আইল্যান্ড এ অবস্থিত আড্ডু ইকোয়াটোরিয়াল হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় এই হাসপাতালের পরিচালক ও সেখানে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়।  

সবশেষে ওই দ্বীপের নিকটবর্তী ক্যানারিফ রিসোর্টও পরিদর্শন করা হয় এবং সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করা হয়।

রিসোর্টের সহকারী মহা-ব্যবস্থাপক ও ব্যবস্থাপকের সাথে কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করেন প্রতিনিধিদল। সফরকালে আড্ডু আইল্যান্ডের মেয়র ও কাউন্সেলরদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে হাইকমিশনের প্রতিনিধিদল। সাক্ষাতকালে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা হয়। 

এ সময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধকরণে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য মেয়রকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলররা আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।