প্রবাস

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। তবুও দেশটিতে ধরপাকড় থেমে নেই।

বুধবার (১২ জুন) ইমিগ্রেশন বিভাগ সেরাম্বান রাজ্যের একটি  নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৩৫ বাংলাদেশিসহ ৮৭ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করে।  

রাজ্য প্রধান কেনিথ তান আইক কিয়াং এ প্রসঙ্গে বলেন, বুধবার ইমিগ্রেশন বিভাগ এবং রাষ্ট্রীয় ইসলামিক বিষয়ক বিভাগের যৌথ অভিযানে ৯০ জন বিদেশীর দেশটিতে বসবাসের কাগজপত্র যাচাই করা হয়। এরপর ৮৭ জনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটককৃতদের বয়স ২৩ থেকে ৫৫ বছরের মধ্যে। এদের কয়েকজন পালানোর চেষ্টা করলে শেষ রক্ষা হয়নি।

এ দিকে তদন্ত শেষ না করা পর্যন্ত তাদের লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে বলে জানা গেছে। আটক ৮৭ জনের মধ্যে ১৪ নারী ও ৩৫ বাংলাদেশিসহ ৫২ জন ইন্দোনেশিয়ান রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদেশীরা দেশটির অভিবাসন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করছে। এ জন্য দুটি নোটিশও জারি করা হয়। অন্যদিকে ইমিগ্রেশন আবারও নিয়োগকর্তা এবং জনসাধারণকে সতর্ক করে বলেছে, অনথিভুক্ত বিদেশীকে নিয়োগ বা আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।