প্রবাস

২০৬ বিদেশিকে ফেরত পাঠালো মালদ্বীপ সরকার

বিভিন্ন অপরাধে আটক ২০৬ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ সরকার।

দেশটির ইমিগ্রেশন থেকে জানিয়েছে, কর্তৃপক্ষ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এসব বিদেশিকে মালদ্বীপ থেকে বিতাড়িত করেছে।

এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত প্রবাসীদের শনাক্ত করতে চলমান অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুসারে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত বছরের নভেম্বর থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ২০৬৯ প্রবাসীকে মালদ্বীপ থেকে বিতারিত করেছে। এই সময়ে সংস্থাটি মোট ১৫২টি অভিযান পরিচালনা করেছে। 

ইমিগ্রেশনের নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শাম্মান ওয়াহেদ পর্যালোচনার সময় নির্বাসিত প্রবাসীদের মোট সংখ্যা প্রকাশ করলেও জাতীয়তা প্রকাশ করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে মালদ্বীপ পুলিশ সার্ভিসের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা চলবে।

মালদ্বীপে কর্মরত প্রবাসীদের একটি বৃহৎ জনসংখ্যা  অবৈধ বসবাস এবং অবৈধভাবে ব্যবসা চালানোর সঙ্গে জড়িত বলে জানানো হয়।

হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় অপারেশন ‘কুরাঙ্গি’ চালু করেছে। অভিবাসীদের বায়োমেট্রিক্স সংগ্রহ করতে এবং তাদের বিবরণ একটি অফিসিয়াল রেজিস্ট্রিতে যুক্ত করার জন্য এটি দেশব্যাপী চলচ্ছে।