প্রবাস

মালদ্বীপে ২২ বিদেশি গ্রেপ্তার

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযানের অংশ হিসেবে আরও ২২ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) মালদ্বীপ ইমিগ্রেশন ও মালদ্বীপ পুলিশ যৌথ অভিযানে এই ২২ জন বিদেশিকে গ্রেপ্তার করে।

দেশটির ইমিগ্রেশন এর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মালদ্বীপের স্থানীয় ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে মালদ্বীপের হুলোমালে তিন তলা বিল্ডিংয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করে  মালদ্বীপ ইমিগ্রেশন ও মালদ্বীপ পুলিশ। এই বিল্ডিংয়ে অনুসন্ধান করা সময় পুলিশ দেখতে পায় অবৈধভাবে খাদ্য ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এই স্থানে অবৈধভাবে কাজ করা ২২ বিদেশিকে আটক করা হয়। 

গত দুই মাসের অভিযানে আটক বিদেশিদের জাতীয়তা প্রকাশ করেনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

হুলোমালের আটক ২২ জনের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, এই অভিযানে আটক সবাই বাংলাদেশি। যদিও ইমিগ্রেশন ও স্থানীয় গণমাধ্যম এই বিষয়ে কোনো কিছুই জানায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, মালদ্বীপে যেভাবে ধরপাকড় চালানো হচ্ছে এতে অনেক নিয়মিত প্রবাসীদেরকেও আটক করা হচ্ছে। তারা বাংলাদেশ সরকার প্রধান ও হাইকমিশনারের কাছে অনুরোধ জানিয়েছেন, মালদ্বীপ সরকার যেন এইভাবে ধরপাকড় বন্ধ করে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। 

মালদ্বীপের ইমিগ্রেশন জানিয়েছে, বিল্ডিংয়ের জায়গাটি একজন বিদেশি পুরুষ পরিচালনা করে  সে স্থানীয় মালদ্বীপের একজন নারীকে বিবাহ করেছে। ইমিগ্রেশন বর্তমানে মামলাটি তদন্ত করছে। 

ইমিগ্রেশন জানিয়েছে, গত দুই মাস পরিচালিত অভিযানের সবচেয়ে বড় ছিল এটি।

গতবছর নভেম্বর মাসের ১১ তারিখ থেকে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত দুই হাজারের বেশি বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর থেকে বিপুলসংখ্যক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

কয়েকটি মানবাধিকার  সংস্থার  তথ্যমতে, অভিবাসীরা মালদ্বীপে কর্মরত জনসংখ্যার ৩২ শতাংশ এবং এই গতিপথে মালদ্বীপের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।