প্রবাস

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চান কুয়েত প্রবাসীরা 

বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় অনেক প্রাণহানি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৫০ জন। 

ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন দেশের মতো কুয়েতেও প্রবাসী বাংলাদেশিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করলেও সহিংসতার নিন্দা জানিয়েছেন। তারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন-সহিংসতায় প্রবাসীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশ, জাতি ও পরিবার নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও প্রবাসী বাংলাদেশিরা দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে চরম চিন্তিত পরিবার ও স্বজনদের নিরাপত্তার কথা ভেবে।

প্রায় ৩ লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের কুয়েতে কর্মরত আছেন। কয়েকজন কুয়েত প্রবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কাজ শেষে ঘরে ফিরে প্রবাসীরা যখন বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেন, তখনই তাদের দুশ্চিন্তা হয়। দেশের ভালো কিছু হলে যেমন তারা খুশি হন, তেমনই খারাপ কিছু হলে কষ্ট পান। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানি চান না কুয়েত প্রবাসীরা। তাই, কোটা সঙ্কট সমাধানের পাশাপাশি সব ধরনের সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা নিতে অনুরোধ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা।