প্রবাস

কুয়েতে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী পালিত 

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শাহাদৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) কুয়েত সিটির হলিডে হোটেলে আয়োজিত সভায় কুয়েত আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ১৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘাতক চক্র এখনও সক্রিয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা নানা ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে প্রতিরোধ করা দরকার।

তারা বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছিল। সেই জায়গা থেকে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে প্রবাসী নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও, পরবর্তীতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে গোটা বিশ্ব ওয়াকিবহাল।

দাবি পূরণ হওয়া সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে উল্লেখ করে কুয়েত আওয়ামী লীগের নেতারা বলেন, গোটা বাংলাদেশে জ্বালাও, পোড়াও আর ভাঙচুরে মেতে ওঠে দুর্বৃত্তকারীরা।

প্রবাসী নেতারা সব হত্যার বিচারের দাবির পাশাপাশি যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে; তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন, শাহ নেওয়াজ নজরুল, মুরাদুল হক চৌধুরী, আব্দুল খালেক,বাহার উদ্দিন, শামছুল হক, সুরুক মিয়া, রোকনুজ্জামান পিদু, রাশেদ মোশাররফ পাঠান, ইমাম উদ্দিন বাদল, জাকির হোসেন, মীর শাহিন, কামাল আহমদ, শাহ করিম, কবির আহমদ।