প্রবাস

আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন বিএনপির

ইউএই বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার রাতে শারজার স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে উদযাপন কমিটির সভাপতি সাহাদাত হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন আরব আমিরাত শাখা বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন।

বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দেশ আমিরাতের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ থাকতে হবে। প্রায় ১২ লাখ প্রবাসীর সেকেন্ড হোম আরব আমিরাত।’’

১২ লাখ প্রবাসীর পরিবার পরিজনের পক্ষ থেকে আমিরাতের জাতীয় দিবসে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রাদেশিক শাসকদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতারা।

অনুষ্ঠান থেকে সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন মেনে চলার পাশাপাশি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সবশেষে বাংলাদেশ ও আমিরাতের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস এম মোদাসসের।