মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি তানজু মিয়াকে দেশে ফেরানোর জন্য বিমানের টিকিট দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ ডিসেম্বর) মালদ্বীপের আইজিএমএস হাসপাতালে চিকিৎসাধীন তানজু মিয়াকে দেখতে যায় হাইকমিশনের প্রতিনিধিদল। ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তানজু মিয়াকে দেশে ফেরত পাঠানোর জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমানের টিকিট হস্তান্তর করেন।
তানজু মিয়ার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চানকাপুল গ্রামে। তিনি তিন সন্তানের বাবা।
তানজু মিয়া ২০১৩ সালে মালদ্বীপে পাড়ি জমান। তিনি মালদ্বীপে অবৈধ অভিবাসী হওয়ায় নিয়োগকর্তার কাছ থেকে কোনো সহযোগিতা পাননি।
তানজু মিয়া উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশে ফেরত যাওয়ার জন্য তাৎক্ষণিক বিমানের টিকিট অনুদান দেওয়ার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তানজু মিয়ার কাছে বিমানের টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ আল মামুন পাঠান ও মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।