প্রবাস

চীনে বিএনপির বিজয় দিবস উদযাপন 

চীনের গুয়াংজু শহরে বৃহত্তর চীন শাখা বিএনপির আয়োজনে সোমবার স্থানীয় এক হোটেলে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শাখা বিএনপি নেতা মাসুদ আহমেদের সভাপতিত্বে বিজয় দিবসের মহাত্ম এবং আগামী দিনে দেশের উন্নয়নে করণীয় বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাহবুবুর রশিদ, সাখাওয়াত হোসেন কানন, রুহুল আমীন, ওয়ালীউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক এসএম আল আমিন, বিএনপি নেতা হাসেম, নাদিম, খোরশেদ আলম অপু, রাকিবুল ইসলাম প্রমুখ।

পরে শতাধিক চীন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দিনব্যাপী ব্যাডমিন্টন, বিলিয়ার্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও র‍্যাফেল ড্র, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে জমকালো বিজয় দিবস ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।