প্রবাস

মালদ্বীপে মাদকবিরোধী অভিযানে ৩ বাংলাদেশি আটক

মালদ্বীপে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। পরে দেশটির আদালতের নির্দেশে তিন জনকেই ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।       

আটক তিন বাংলাদেশি হলেন— তুহিন মিয়া (৩৪), মো. আহনান (৫১), মো. শাজালাল (৩৩)।

স্থানীয় সময় শনিবার মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এ তথ্য প্রকাশ করে।

দেশটির পুলিশ জানিয়েছে, মালের পার্শ্ববর্তী হুলহুমালের ফেজ-৩ এর সমুদ্র সৈকত এলাকায় একজন প্রবাসী বাংলাদেশি একটি পিচবোর্ডের বাক্স বহন করে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তার গতিবিধি ট্র্যাক করে স্থানীয় পুলিশ।   এসময় অস্থায়ী মদ তৈরি করার কারখানার সন্ধানসহ সৈকত এলাকায় প্রবাসীর বহন করা পিচবোর্ডের বাক্সটি পুঁতে রেখে চলে যাওয়ার সময় তাকে আটক করেন স্থানীয় পুলিশ।

পরে পুঁতে রাখা জায়গাটি খনন করে পিচবোর্ডের বাক্সটি উদ্ধার করেন, যেখানে ৩০টি ৫০০ মিলি মদের বোতল ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাকি দুজনকে আটক করা হয়। 

মাদকের অভিযোগে আটক বাংলাদেশিদের এই মামলাটি অধিকতর তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছে মালদ্বীপ পুলিশ।