প্রবাস

কুয়েতে জামায়াতের প্রীতি সমাবেশ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন,“গত ১৫ বছরে বাংলাদেশে দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে, ওরা লুটেপুটে খেয়েছে, বাংলাদেশকে উন্নত করার বদলে অনুন্নত রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমাদের দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন দেখতে চায় না।আমরা এসব বন্ধ করতে চাই।”

বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন কুয়েতে সফররত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান কুয়েতে আগমন উপলক্ষে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) কুয়েতের আরদিয়া এলাকার এক খাইমাহতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি খতিব মাওলানা নুরুল আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

‘আমরা দেশের মালিক নই খাদেম হতে চাই’ উল্লেখ করে জামায়াতের আমির বলেন, “বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হলে বিশ্বের অনেক দেশ সেটি মেনে নেবে না, এমন কথা অনেকেই বলে থাকেন। আমি বলব, তারা তাদের রাষ্ট্র নিয়ে ভাবুক, আমাদের দেশ নিয়ে ভাবা তাদের জন্য নিষ্প্রয়োজন।”

তিনি বলেন, “ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, আসুন দেশকে ভালোবাসি ও দেশের কল্যাণে কাজ করি।”

তিনি বলেন, “দেশ যদি আমাদের সবার হয়ে থাকে, তাহলে এই দেশের প্রতি আমাদের কর্তব্যও রয়েছে অনেক। ৫৩ বছর বাংলাদেশ পরিচালনায় যারা ছিলেন আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ ছিলেন।”

অনুষ্ঠানে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির যোগ দেওয়ায় জামায়াতের আমির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্থানীয় আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুয়েতে চার দিনের সফর করছেন। এরই মধ্যে একাধিক প্রোগ্রামে তিনি যোগ দেন। শনিবার (১১ জানুয়ারি) কুয়েত সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।