শিল্প ও সাহিত্য

মুহম্মদ নূরুল হুদার ৩টি কবিতা

পরাগকথন

দিন নেই রাত নেই, তোমার দিকেই; ঘুরে ঘুরে উড়ে দেখি  কোথা তুমি নেই। অনন্ত অনঙ্গে তুমি শুধু মনোবাস? ফুটেছো নীলিমাজুড়ে  তৃণলতাঘাস। বুকে তার গুচ্ছ গুচ্ছ  ভ্রমর গুঞ্জন, রাগে অনুরাগে শুরু  পরাগকথন। কেউ কারো পর নয়, কেউ চর নয়; হৃদয়ের ভাষা বোঝে  কেবল হৃদয়।

না-স্পর্শ

নিজেকে  করেছি  বন্দি, সন্ধি করিনি; কেবল পুষেছি বুকে, স্পর্শ করিনি।

 

শিরাগ্রাফ

ঘিরে ফেলো বিন্দু বিন্দু আপন সীমানা মাঝে কোনো ফাঁকটাক একদম মানা শিরায় শিরায় শুধু শিরাগ্রাফ আঁকো যে গেছে উধাও হয়ে তাকে দ্রুত ডাকো সুমেরু কুমেরু হয়ে সব পারাপার শূন্য থেকে শুরু যদি শূন্যতক সাঁকো তোমার আকার মানে তোমার সাঁতার সৃষ্টি যদি নিরাকার, দৃষ্টিতে সাকার ভিতরে বাইরে যাও, চোখে চোখ রাখো