নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সবার জন্য সমান সুযোগ না থাকলে সেই নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, জনগণের ভোটে আস্থা না রেখে যারা জবর দখল করে নির্বাচনে জয়ী হতে চায়, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বশক্তি দিয়ে তাদের দমন করতে হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। আগামী ১৫ মে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘‘নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আমি নির্দেশ দিচ্ছি- নির্ভয়ে, দৃঢ়তার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখুন। আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তা যদি কেউ অমান্য করেন, ১৯৯১ সালের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানি পাওয়ার এবং মাসল পাওয়ার- এই দুটিকে যদি প্রতিহত করতে না পারি, তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই দুটিকেই আমাদের প্রতিহত করতে হবে।’’ গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচনের বিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊধ্বতন কর্মকর্তারা নির্বাচন কমিশনার বলেন, ভোটের আগের রাতে বাক্স ছিনতাই হয়ে যাবে, ব্যালট পেপারে সিল মেরে বাক্সের মধ্যে ঢুকানো হবে- এই কালচার, এটা কখনো চলবে না। এর জন্য যারা দায়ী তাদের যে শাস্তি প্রাপ্য, সেই শাস্তিই তাদের দেওযা হবে। রাইজিংবিডি/গাজীপুর/৩ মে ২০১৮/হাসমত আলী/বকুল