নোয়াখালীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় ডিলার মোসলেহ উদ্দিন পলাতক রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের সোনাপুর-বাংলাবাজার সড়ক থেকে রিকশাবোঝাই চাল জব্দ করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার।
চাল বহনকারী রিকশার চালককে আটক করা হলেও ঘটনায় সম্পৃক্ততা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও আরিফুল ইসলাম সরদার বলেন, ‘‘সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ডিলারদের মাধ্যমে ১০ টাকা মূল্যে হতদরিদ্রদের মাঝে চাল বিলি করা হয়। নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে (ট্যাগ অফিসার) নির্দিষ্ট স্থানে প্রকাশ্যে এ চাল বিলি করার কথা।
‘আন্ডারচর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার ও যুবলীগ নেতা মোসলেহ উদ্দিন তার অনুকূলে খাদ্য বিভাগ থেকে বরাদ্দকৃত চাল স্থানীয় বাংলা বাজারে বিলি করার কথা। কিন্তু তার গুদাম থেকে চাল বের করে রিকশায় অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় লোকজন চালগুলো আটকে রাখে।”
তিনি জানান, এসময় রিকশা চালককে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। চাল আটকের কথা শুনে ডিলার মোসলেহ উদ্দিন বাড়ি থেকে পালিয়েছে। সুজন/সনি