সারা বাংলা

চট্টগ্রামে ব্যাবসায়ীর গুদামে বিক্রয় নিষিদ্ধ চাল

 চট্টগ্রামে এক চাল ব্যাবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি বিক্রয় নিষিদ্ধ চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচা রাস্তার মুনমুন কমিউনিটি সেন্টারের গলির ভিতরে বিসিক গোডাউনে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়। গোডাউনটি স্থানীয় চাল ব্যাবসায়ী ফারুক ট্রেডার্সের মালিক মোহাম্মদ ফারুকের।

মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমার নেতৃত্বে গোডাউনটিকে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা জানান, গোপন সুত্রে খবর পেয়ে গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোডাউন থেকে বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা সরকারি চাল এবং সরকারি চালের এক হাজার ৫০০ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। অবৈধ পথে সরকারি চাল সংগ্রহ করে খোলা বাজারে এসব চাল বিক্রি করছিলেন এই ব্যাবসায়ী। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

অভিযানে ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন উপস্থিত ছিলেন। রেজাউল করিম/সনি