সারা বাংলা

সোনাগাজীতে ডাকাত সর্দার নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে ডাকাত সর্দার নিজাম উদ্দিনের (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বুধবার (১০ জুন) ভোরে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ।

ডাকাত সর্দার নিজাম উদ্দিন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যম মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, নিজাম উদ্দিন তালিকাভূক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। কিছুদিন আগে তিনি জেল থেকে মুক্তি পেয়ে আবারো সোনাগাজী এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার ডাকাত দলের সঙ্গে সক্রিয় হন। তার বিরুদ্ধে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায় তিনটি ডাকাতি, দুইটি অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গতরাত আনুমানিক ১০টার দিকে তিনটি গুলির শব্দ শুনে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। দুদল ডাকাতের সংঘর্ষে তিনি নিহত হয়ে থাকতে পারে।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

সৌরভ/বুলাকী