সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
রোববার (২৮ জুন) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি আগামী তিন দিন বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাশাপাশি জেলার করতোয়া, ইছামতি ও বড়াল নদীর পানিও বাড়ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজিখেত তলিয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে এ সব খেতের ফসল।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি পেয়ে কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩০টি ইউনিয়নের চরাঞ্চলের ১ হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে তালিয়ে গেছে। এতে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে যাচ্ছে।
ঢাকা/বকুল