মামলা প্রত্যাহারের প্রতিবাদে ও বাগান খুলে দেওয়ার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরের পর উপজেলায় চৌমুহনায় নারী শ্রমিক গীতা রানী কানুর নেতৃত্বে তিন শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে ও বিক্ষোভ প্রদর্শন করে।
একঘণ্টা সড়ক অবরোধের পর তারা উপজেলা প্রশাসনের সম্মুখে অবস্থান নেয়।
ধলই চা বাগান শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে ধলই চা বাগান মালিক পক্ষ শ্রমিকদের হয়রানি করতে চায়। চা বাগান কর্তৃপক্ষ বেআইনিভাবে গত ২৭ জুলাই বাগান বন্ধ করেছে। এটি কোনোমতেই কাম্য নয়। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও ধলই চা বাগান চালুর দাবি জানাই।’
প্রসঙ্গত, মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন ধলই চা বাগান বন্ধ থাকার পর বুধবার (১৯ আগস্ট) বাগান চালু নিয়ে ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, চা শ্রমিক নেতাসহ ১৩ জন চা শ্রমিককে আসামি করে থানায় মামলা করে ধলই চা বাগান কর্তৃপক্ষ।