কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ৪৭-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু বিন ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মেজর আবু বিন ফয়সাল বলেন, রোববার ভোরে জেলার দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আরফান আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তে আতারপাড়া চরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে সীমান্ত এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।