সাভারের আমিনবাজার এলাকায় ইতালি প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় এবার প্রধান আসামি গোলাম মোস্তফা শাহীন (৫০) ওরফে মোশারফকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে র্যাব।
এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ নিয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে দায়ের করা ডাকাতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৯ নভেম্বর) রাত ১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়া বাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম মোস্তফা শাহীন ওরফে মোশারফ বগুড়া জেলার বাসিন্দা।
র্যাব আরো জানায়, গোলাম মোস্তফা শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যুতা ও হত্যাসহ নিয়মিত মামলা রয়েছে। তিনি ‘কোম্পানি’ নামে একটি আন্তঃজেলা ডাকাত দল গঠন করে ঢাকাসহ আশ-পাশের জেলায় ডাকাতি করে আসছিলেন।
র্যাব আরো জানায়, গত ২৮ অক্টোবর আমিনবাজার ভাকুর্তায় এলাকায় ইতালি প্রবাসীর ৫ লাখ ৭০ হাজার টাকার ডাকাতির তিনি মূল পরিকল্পনাকারী বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর কেরানীগঞ্জের বাসিন্দা প্রবাসী আমান উল্লাহ তার স্ত্রীকে নিয়ে সাভারের আমিনবাজারের একটি ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর একটি ট্যাক্সিক্যাব ভাড়া করে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ভাকুর্তা লোহার ব্রিজ এলাকায় পৌঁছলে তাদের অনুসরণ করে আসা তিনটি মোটরসাইকেল ও প্রাইভেটকার তাদের গতিরোধ করে। ডাকাতদল প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলি করে এতে প্রবাসী আমান উল্লাহ বাম পায়ে গুলি করে টাকা ছিনিয়ে যায়। ওই দিন রাতে সাভার মডেল থানায় তার স্ত্রী মামলা দায়ের করেন।