মাগুরার শালিখায় বরই’র বিচি গলায় আটকে সিনথিয়া খাতুন নামের দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শালিখা উপজেলার আড়পাড়া সদরের পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। সিনথিয়া ওই গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।
বাবা জামাল উদ্দীন জানান, সিনথিয়া সহপাঠীদের সঙ্গে খেলার সময় বাড়ির পাশের গাছের বরই খায়। এ সময় বিচি শ্বাসনালীতে আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় সিনথিয়াকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডা. উজ্জ্বল বিশ্বাস মৃত ঘোষণা করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহীন/টিপু